Archive for নভেম্বর, 2011

১০ নভেম্বর, বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষের কাছে একটি স্মরণীয় দিন। এই দিন গনতন্ত্রের জন্য রাজপথে মিছিল করতে গিয়ে জীবন দিয়েছিল শহীদ নূর হোসেন। শ্রদ্ধাভরে স্মরন করি গনতন্ত্রের এই সাহসী সৈনিককে। ১৯৬১ সালে ঢাকার নারিন্দায় নূর হোসেনের জন্ম। বাবা মুজিবর রহমান। পেশায় স্কুটার চালক। স্বাধীনতার পর থেকেই নূর হোসেন ও তাঁর পরিবার বনগ্রাম রোডের ৭৯/১ বাড়িতে থাকতেন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচী চলাকালে একটি জীবন্ত পোষ্টার হিসাবে মিছিলের সামনে ছিলেন নূর হোসেন। মিছিল কিছুটা এগিয়ে গেলে সেই মিছিলের উপর শুরু হয় এরশাদের পেটয়া বাহিনীর গুলিবর্ষন। গুলি ভেদ করে, নূর হোসেনের বুক। রক্তাক্ত হয়ে যায় (বিস্তারিত…)