Archive for নভেম্বর 6, 2009

শ্রদ্ধেয় আব্বা, আম্মা, প্রিয় লুৎফা, ভাইজান আমার ভাইবোনেরা

গতকাল বিকালে ট্রাইব্যুনালের রায় দেয়া হল। আমার জন্য মৃত্যুদন্ড। ভাইজান ও মেজর জলিলের যাবজ্জীবন কারাদন্ড, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। আনোয়ার, ইনু, রব ও মেজর জিয়াউদ্দিনের দশ বৎসর সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা। সালেহা, রবিউলের ৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অন্যান্যদের বিভিন্ন মেয়াদী কারাদন্ড দেয়া হয়েছে। ডঃ আখলাক, সাংবাদিক মাহমুদ ও মান্নাসহ তেরো জনকে মুক্তি দান। সর্বশেষে ট্রাইব্যুনাল আমার মৃত্যুদন্ড ঘোষণা করে বেত্রাহত কুকুরের মত তাড়াহুড়া করে বিচার কক্ষ পরিত্যাগ করলো। (বিস্তারিত…)

পঁচাত্তরের নভেম্বর

কর্নেল তাহের: এক অমীমাংসিত চরিত্র

শাহাদুজ্জামান | তারিখ: ০৬-১১-২০০৯

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমীমাংসিত একটি চরিত্র কর্নেল তাহের। তাঁকে ঘিরে অস্পষ্টতা আছে, আছে বিতর্ক, বর্ণাঢ্যতাও। একটি মুহূর্ত তৈরি হয়েছিল যখন বাংলাদেশের ভবিষ্যত্ এসে বসেছিল কর্নেল তাহেরের হাতের মুঠোয়। কিন্তু ইতিহাসের (বিস্তারিত…)